এ লড়াই জিততে হবে

কালের কণ্ঠ গাজীউল হাসান খান প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৮:০০

এ কথা অনস্বীকার্য যে রাজনীতি রাজনীতিকদেরই সাজে। এই গণসম্পৃক্ত কাজটি তাঁদেরই সার্বিক দায়দায়িত্বের মধ্যে পড়ে। রাজনীতি অবশ্যই আমাদের জাতীয় জীবনের একটি চলমান প্রক্রিয়া। তবে তার সার্বিক অগ্রগতি কিংবা সাফল্য নির্ভর করে মূলত কিছু নীতি-নৈতিকতা, আদর্শ ও সঠিক কর্মপদ্ধতির ওপর।


সততা, ন্যায়-নিষ্ঠা, ত্যাগ-তিতিক্ষা এবং সর্বোপরি একটি সুদূরপ্রসারী আদর্শভিত্তিক লক্ষ্য বা কর্মসূচির মাধ্যমে গণমানুষের রাজনৈতিক অধিকার কিংবা আর্থ-সামাজিক মুক্তি নিশ্চিত করা সম্ভব। এই বিষয়টি বিশ্বব্যাপী রাজনীতিবিদরাই বিভিন্ন সময়ে বারবার প্রমাণ করেছেন। তবে গণতান্ত্রিক রাজনীতিতে কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর কাছে ব্যাপক জনগণের তুলনায় যখন তাদের ব্যক্তি কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ বড় হয়ে ওঠে, তখনই সমাজে শুরু হয় সার্বিক বিপর্যয়।


কোনো কোনো নির্দিষ্ট সময় ছাড়া এই বিষয়টি আমাদের স্বাধীনতা-পরবর্তী ৫২ বছরের রাজনৈতিকজীবনে বারবার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us