ধৈর্যের পরীক্ষা নেবেন না, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেন: রুমিন ফারহানা

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২২:২৭

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দিই। এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাঁকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে।’


আজ রোববার শেষ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক সভায় রুমিন ফারহানা এ কথাগুলো বলেন। রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘ক্ষমতায় যাবে সেই জন, যেই জনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us