আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১৭:২৯

আইফোনের স্ক্রিনে সবুজ অথবা কমলা রঙের ছোট্ট ছোট্ট ডট হয়ত অনেকেই দেখেছেন। কিন্তু এই বিষয়ে অধিকাংশ মানুষ জানেন না। সহজ ভাষায় বলতে গেলে, কোনও অ্যাপ অথবা সার্ভিস সক্রিয় ভাবে যদি মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে এই ডট গুলো ইন্ডিকেটর হিসেবে সেই বিষয়টাকে শনাক্ত করতে সাহায্য করে।


অডিও রেকর্ডারের মতো কোনও অ্যাপ, যা শুধু অন থাকা অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে, তখন আইফোন দেখাবে কমলা রঙের ডট। আবার এমন কোনও অ্যাপ যা অ্যাক্টিভ অবস্থায় ক্যামেরা ব্যবহার করে, তখন ডিসপ্লের একেবারে উপরে সবুজ রঙের ডট দেখা যাবে। 


একইভাবে কোনও অ্যাপ মাইক্রোফোন এবং ক্যামেরা উভয়ই ব্যবহার করলে তখন শুধু সবুজ ডট ভেসে ওঠে। আইওএস ১৪ রিলিজের পরে এই ফিচারটিও প্রকাশ্যে এনেছে অ্যাপল। আর এই ফিচার পাওয়া যায় সমস্ত আধুনিক আইপ্যাড এবং ম্যাক বুকে। যেখানে আইপ্যাড ওএস এবং ম্যাকওএস এর লেটেস্ট ভার্সন রয়েছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us