পত্র-পত্রিকার পাতা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুঁ মারলেইচোখে পড়ে দেশের সুপারশপগুলোর বিজ্ঞাপন। সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারে ভোগ্যপণ্যসহ বিভিন্ন পণ্যগুলোতে থাকে বিশেষ ছাড়। কেউ বাজারের তুলনায় কম দামে সবজি দিচ্ছে, আবার কেউবা বিশেষ অফারের বিজ্ঞাপন দিচ্ছে। এসব দেখে জনসাধারণের মনে প্রশ্ন, সাধারণ কাঁচা বাজারের তুলনায় আসলেই কি কম দামে সবজি মিলছে সুপারশপে, নাকি শুধুই মুনাফার স্বার্থে ফাঁকা বুলি ছাড়ছে চেইন শপগুলো।
শনিবার (১৯ অক্টোবর) সরেজমিন দেখা যায়, সাধারণ কাঁচা বাজারের তুলনায় সুপারশপগুলোতে সবজির দাম কিছুটা বেশি। তবে কয়েকটি সবজির দাম প্রায় সমান বা ক্ষেত্র বিশেষে কিছুটা কমও।
বাজারে তেজ ছড়ানো কাঁচামরিচ সাধারণ কাঁচা বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। সেই মরিচ আগোরাতে ৪০০, স্বপ্নে ২৯৮ ও মিনাবাজারে ৩৯০ টাকা দরে পাওয়া যাচ্ছে।