দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন চলছে। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের প্রতি কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়েছে। এতে মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার কোটি টাকার ওপরে। এছাড়া প্রধান মূল্যসূচক কমেছে দেড়শ পয়েন্টের বেশি। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি শেয়ারবাজারের দশম সপ্তাহ। এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে আরও নয় সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। সবমিলিয়ে এ সরকারের সময়ে লেনদেন হওয়া ১০ সপ্তাহের মধ্যে নয় সপ্তাহেই শেয়ারবাজারে মূল্য সূচক কমেছে।