হাড়ের ক্যানসার হলে সেখানে কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটি হাড়ের স্বাভাবিক কোষ ধ্বংস করে এবং হাড় থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।
হাড়ের ক্যানসার অত্যন্ত দুর্লভ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, ক্যানসার নয়। এটি শরীরের অন্যান্য অঞ্চলে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড়ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।