৫ কোটি টাকার জাহাজ ৫০ লাখে বিক্রি! বলা চলে, জলের জিনিস জলের দামেই বিক্রি করেছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। অভিযোগ আছে, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের প্রভাবে এবং ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ‘ওটি নিউ সি কুইন এক্স ভেসেল’ নামের জাহাজটি নিলামে কিনে নেন তারই ভাতিজা আবদুর নুর জাবেদ।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আটক হন সাবেক এমপি এম এ লতিফ। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে।
সরকারের পট পরিবর্তনের ফলে এখন মুখ খুলেছেন সেই ভুক্তভোগী ব্যবসায়ী মো. সেলিম। সাবেক শেখ হাসিনার সরকারের সময়ে বার বার ঊর্ধ্বতনদের কাছে ধরনা দিয়েও সুবিচার পাননি ‘ওটি নিউ সি কুইন এক্স ভেসেল’ জাহাজের মালিকানা প্রতিষ্ঠান চট্টগ্রামের সি সাইড মেরিন লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক। তিনি অভিযোগ করেন, ঋণের বিপরীতে বন্ধক থাকা জাহাজটি তাকে না জানিয়েই নিলামে বিক্রি করে ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ।
মর্টগেজের জাহাজ পানির দামে বিক্রির অভিযোগ
সি সাইড মেরিন লিমিটেড ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়েছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিমের তথ্যমতে, ২০০৫ সালে ৮ কোটি টাকা সিসি আকারে ঋণ অনুমোদন দেয় ইস্টার্ন ব্যাংক। ২০১৯ সালে ক্রমবিয়োজিত ঋণের স্থিতি ১ কোটি ৭১ লাখ টাকা হলে তা টার্ম লোন আকারে পরিশোধের জন্য সি সাইড মেরিন লিমিটেডকে ২০২২ সাল পর্যন্ত সময় দেয় ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়।