দখলদারদের তালিকা না করে বাসিন্দাদের উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ২০:২৪

পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের তালিকা প্রতিবছর হালনাগাদ করা হয়। কিন্তু যাঁদের আশ্রয়–প্রশ্রয়ে নিম্ন আয়ের এসব লোক সেখানে বসবাস করছেন, সেসব দখলদারদের তালিকা করা হয় না। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় বারবার সিদ্ধান্ত হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।


আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায়ও পাহাড়ের অবৈধ স্থাপনার পেছনের দখলদারদের তালিকা নিয়ে আলোচনা হয়। এ সময় তালিকা দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। পরে নতুন করে এ তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন সভার সভাপতি বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। তালিকা প্রস্তুতের পাশাপাশি আকবরশাহ এলাকার সুপারিবাগান, লেকসিটি ও কালিরছড়া খাল এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে তোফায়েল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পরিবেশ অধিদপ্তরের কাছে দখলদারদের তালিকা করা হয়েছে কি না, জানতে চান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us