এই মাসে শুরু হতে যাওয়া জাতিসংঘের জীববৈচিত্র্য কনভেনশন (কপ১৬)-এর আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলাভূমির জীববৈচিত্র্যে সংরক্ষণ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) সমন্বিতভাবে দুটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কনফারেন্স রুমে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকার ‘কমিউনিটি-বেসড ম্যানেজমেন্ট অব টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইন বাংলাদেশ’ এবং ‘ইকোসিস্টেম-বেসড ম্যানেজমেন্ট (ইএমবি) ইন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ইন বাংলাদেশ’ শীর্ষক দুটি প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়। দুই প্রকল্পে অর্থায়নে সহায়তা করছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তি স্বাক্ষরে অংশ নেন।