১৯০৩ সালের পোস্টকার্ড, ঠিকানা পেয়েছে ১২১ বছর পর!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১৮:০৪

গত ১৬ আগস্ট যুক্তরাজ্যের সোয়ানসি শহরে একটি পোস্টকার্ড এসে পৌঁছায়। সেটার যাত্রা শুরু হয়েছিল ঠিক ১২১ বছর আগে,১৯০৩ সালে! ব্যাপারটা মজার ও অবিশ্বাস্যও বটে।


১৯০৩ সালে পাঠানো একটি পোস্টকার্ড এতদিন পর গন্তব্যে পৌঁছানো স্বাভাবিক ব্যাপার নয়। পোস্টকার্ডটি সোয়ানসির ক্রাডক স্ট্রিটের একটি ঠিকানায় পাঠানো হয়েছিল।


তখন সেটা একটা সাধারণ বাড়ি ছিল। এখন সেই ঠিকানায় রয়েছে একটি ব্যাংক।


ব্যাংকটির বিপণন কর্মকর্তা হেনরি ডার্বি এই ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তখন শোরগোল পড়ে যায়। 


তিনি জানান, পোস্টকার্ডটি পাঠানো হয়েছিল লিডিয়া ডেভিস নামে একজনের কাছে।


পোস্টকার্ডটির ওপরে পোস্টমার্ক আছে। তা দেখে ডার্বি নিশ্চিত হন, এটি পোস্ট করা হয়েছিল ১৯০৩ সালের ৩ আগস্ট। এতে রাজা এডওয়ার্ডের শাসনকালের একটি স্ট্যাম্পও লাগানো আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us