বৈষম্য শব্দটি সাধারণত বিভিন্ন মানুষের মধ্যে অসম আচরণ বা প্রাপ্তির পার্থক্য নির্দেশ করে। এটি এক ধরনের সামাজিক বা অর্থনৈতিক অবিচার, যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠীকে অন্যের তুলনায় কম মূল্যায়ন করা হয়। জাতিগত, ধর্মীয়, লিঙ্গভিত্তিক এবং অর্থনৈতিক বৈষম্য আজও বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, বরং এটি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিকগুলোকেও প্রভাবিত করে। বাংলাদেশে সাম্প্রতিক‘ছাত্র জনতার আন্দোলনের মুল শ্লোগান ছিল বৈষম্য’এর বিরোধীতা। বর্তমানে ‘বৈষম্য’ একটি ভাইরাল শব্দ। বৈষম্যের বিভিন্ন রুপ আছে। বৈষম্য এমন একটা শব্দ যার প্রয়োগ যুগে যুগে সব দেশেই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অনুমেয়।
‘বৈষম্য’ এর শাব্দিক অর্থ এবং বিভিন্ন রুপ
১। বৈষম্য (Discrimination): অসম আচরণ বা পক্ষপাতমূলক আচরণ এবং কারও সাথে অন্যায্য বা ন্যায্যতার বাইরে গিয়ে ব্যবহার করা।