বিশ্বব্যাপী প্রধান আর্থিক কর্মকর্তাদের (চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও) মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। সিএফওসহ আর্থিক কর্মকর্তাদের ৭০ শতাংশ ২০২৯ সালের মধ্যে এআই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহী। সাম্প্রতিক ডাচ তথ্য পরিষেবা প্রতিষ্ঠান ভল্টার্স ক্লুয়ারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর টেক মনিটর।
ভল্টার্স ক্লুয়ারের ‘এআই ইন ফাইন্যান্স, ফ্রম স্কেপটিসিজম টু অপটিমিজম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, সিএফওদের মধ্যে এআই সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। একে তারা ব্যবসায়িক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।