যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সেমিকন্ডাক্টর কারখানাটি ২০২৫ সালের মধ্যে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা পূরণে একদম সঠিক পথেই রয়েছে। এ ঘোষণা অনেক পর্যবেক্ষকের সামনে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যারা আশঙ্কা করছিলেন, যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফিরিয়ে আনার প্রচেষ্টা ব্যর্থ হবে। এক্ষেত্রে প্রশ্ন জাগে, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সফলতা অর্জন করল কীভাবে?
অ্যারিজোনার কারখানা ঘিরে সংশয় উৎপন্ন হয়েছিল এ বিশ্বাস থেকে যে হাতেকলমে শেখন পদ্ধতি ও গতিশীল অর্থনীতির দ্বারা চিপ উৎপাদনকে লাভজনক করা যায়। এতে উৎপাদকরা উল্লেখযোগ্য হারে ব্যয় কমানোর সুযোগ পায়। এভাবে টিএসএমসি অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে তার আধিপত্য বজায় রাখতে পেরেছে। এছাড়া এ কোম্পানি তাইওয়ানের কারখানায় বিশ্বের সর্বাধুনিক লজিক চিপের প্রায় ৯২ শতাংশ উৎপাদন হয়।