শীত উপলক্ষে নতুন ডিজাইনের মোমবাতি বাজারে এনে বিতর্কের মুখে ক্ষমা চাইল মার্কিন খুচরা পণ্য বিক্রেতা চেইন বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। সম্প্রতি ‘স্নোড ইন’ নামের বিশেষায়িত মোমবাতি ক্রেতাদের জন্য উন্মুক্ত করে কোম্পানিটি।
কিন্তু সমালোচকরা বলছেন, এর নকশার সঙ্গে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও উগ্র সশস্ত্র গোষ্ঠী কু ক্লাক্স ক্লানের হুডির সঙ্গে মিল রয়েছে। তবে বাথ অ্যান্ড বডি জানিয়েছে, বিষয়টি একদম অনিচ্ছাকৃত। কোনো ধরনের উদ্দেশ্য নিয়ে মোমবাতির নকশা করা হয়নি। আপত্তি ওঠার পরপরই সব ধরনের অনলাইন অর্ডার বাতিল হয়েছে। খবর: সিএনএন