বলিউডের ‘মুঘল-ই-আজম’ সিনেমার সংলাপ, গান ও সেট নিয়ে আজও আলোচনা হয়। ১৯৬০ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার 'পিয়ার কিয়া তো ডরনা কিয়া' গানটি আজও অমলিন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ বলছে, ‘মাস্টারপিস’ ওই গানটির আবেদন এতটুকু কমেনি সাড়ে ৬ দশকেও।
গানটির সেট তৈরিতে সময় লেগেছিল প্রায় দুই বছর, আর তাতে খরচ হয়েছিল ১ কোটির রুপির বেশি। ওই সময় এর চেয়ে কম খরচে একটা আস্ত হিন্দি সিনেমা বানিয়ে ফেলা যেত।