সংস্কার নাকি প্রতিকার?

ঢাকা পোষ্ট নাজনীন হাসান চুমকি প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ১১:৩০

বর্তমান সময়ের অন্যতম হিট শব্দ 'ট্রেন্ডি'। কয়েক মাস যাবৎ সর্বক্ষেত্রে 'ট্রেন্ড' চলছে 'সংস্কার'। এই 'সংস্কার' বলতে আবার ভেঙেচুরে নতুনভাবে তৈরি করা বা গড়ে তোলা বোঝানো হচ্ছে। কিন্তু সব কি নতুনভাবে গড়ে তোলা যায়?


কংক্রিটের শহরে যে ফ্ল্যাটে আমরা বসবাস করি, বছর দশ পরে সেই বাড়ির দেয়ালে ড্যাম ধরলে শুধু সেই দেয়ালটায় ঠিক করার উদ্যোগ গ্রহণ করা হয়। অথবা ডিজাইনে একটু পরিমার্জন বা পরিবর্তন করার করার জন্য ভেতরে দেয়াল ভেঙে এদিক-সেদিক করা হয়। পুরো ফ্ল্যাট কী আমরা ভেঙে ফেলি? অথচ এই 'সংস্কার'-এর নামে বর্তমানে মন ভাঙা হচ্ছে, সম্পর্ক ভাঙা হচ্ছে, ভীত-সন্ত্রস্ত করে তোলা হচ্ছে, সর্বোপরি মনুষ্যত্ব ঝুরঝুর করে ভেঙে পড়তে দেখা যাচ্ছে।


প্রতিটা সেক্টরে 'বৈষম্য' দূর করতে গিয়ে আরও প্রকট করে তোলা হচ্ছে 'বৈষম্য'। কারণ একটাই, অস্থিরতা। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ ন্যাক্কারজনকভাবে বা নগ্নভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। সর্বজনীনতা লোপ পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us