বাংলাদেশে ইন্টারনেটের দাম নিয়ে অনেক কথা হয়। লেখালেখিও কম হয় না। কিন্তু আজও কোনো কার্যকর সমাধানে আসতে ব্যর্থ হয়েছি আমরা। প্যারেটো রুল বলে একটা ধারণা আছে। সেখানে বলা হয়, ২০ শতাংশ কারণ থেকে ৮০ শতাংশ ফলাফল আসে।
এই লেখার আলাপ সেই ধারণা থেকে। ইন্টারনেটের বড় অংশজুড়ে আছে ভিডিও। তাই গুগল, মেটা ও অ্যামাজনের মতো বড় কনটেন্ট সরবরাহকারীরা তাদের কনটেন্ট সরবরাহ করার নেটওয়ার্কে (সিডিএন) প্রচুর বিনিয়োগ করেছে, করছে। তৈরি হয়েছে ক্লাউডফ্লেয়ারের মতো কনটেন্ট সরবরাহ, কনটেন্টের নিরাপত্তা ইত্যাদি নিয়ে কাজ করার বড় প্রতিষ্ঠান। পুরো ইন্টারনেট জগতের ২০ শতাংশের নিরাপত্তাসেবা এরা একাই দিয়ে থাকে। বিনিয়োগও এসেছে প্রচুর। সবার কাজ একটাই—কীভাবে সবচেয়ে কাছে থেকে একজন গ্রাহককে কনটেন্ট সরবরাহ করা যায়?