প্রথমবারের মতো দেশের সব পর্যায়ে নাগরিকদের জন্য চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচির (স্কিম) গ্রাহক জমা করা টাকার মুনাফা বা লভ্যাংশ পেতে যাচ্ছেন।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রত্যেক বিনিয়োগকারীর জমা করা টাকার বিপরীতে ওই মুনাফা জমা হবে। লভ্যাংশের হার ন্যূনতম ৮ শতাংশ হতে পারে। যা বিনিয়োগকারী অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন বলে জানা গেছে।
বর্তমানে সর্বজনীন পেনশন স্কিম চালুর পর তিন লাখ ৭২ হাজার ৩৮১ জন চারটি স্কিমে যুক্ত হয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ প্রায় ১৩১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকা। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।