ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে ১২ অক্টোবর তাঁর ছেলের মুম্বাইয়ের কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে নতুন একটি ভিডিওতে দেখা গেছে, বাবা সিদ্দিক ও রাজ কানোজিয়া নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়েন বন্দুকধারীরা। রাজ কানোজিয়ার সঙ্গে বাবা সিদ্দিকের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না।
গুলির ঘটনার পর ধারণ করা নতুন একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মেঝেতে শুয়ে আছেন। বাঁ পায়ে আঘাত পেয়েছেন তিনি। রক্ত বন্ধ করার জন্য তাঁর পায়ে এক টুকরা কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এ সময় এক ব্যক্তিকে ‘গুলি হয়েছে...গুলি’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় পুলিশ ওই ব্যক্তিকে ঘিরে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল।