দীর্ঘদিন পর বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার কিনতে আবার আগ্রহ দেখাতে শুরু করেছেন। কারণ তারা আশা করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের শেয়ারবাজারে সুশাসন ফিরে আসবে।
এর আগে, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে বিনিয়োগ টানতে শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে।
এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা আশা করছেন, দেশে বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল হবে এবং ফ্লোর প্রাইসসহ বাজারে হস্তক্ষেপ করা যায় এমন কোনো ব্যবস্থা পুনরায় আরোপ করা হবে না।