ল্যাপটপের ব্যাটারিগুলো সময়ের সঙ্গে অনেক উন্নত হয়েছে। এসব ডিভাইসের পুরনো মডেলগুলোয় সহজেই ব্যাটারি অপসারণ ও প্রতিস্থাপন করা যেত। কিন্তু এখন বেশির ভাগ ল্যাপটপের ব্যাটারি ডিভাইসের ভেতরে সংযুক্ত থাকে, যা পরিবর্তন করা কিছুটা কঠিন করে তোলে। যদি কেউ ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করতে চান, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার কথা বলছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব-
সামঞ্জস্যতা
প্রথমেই দেখতে হবে যে ব্যাটারিটি নির্দিষ্ট ল্যাপটপ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। ল্যাপটপের ব্যাটারি পার্ট নম্বর বা ল্যাপটপের মডেল ও ব্র্যান্ড অনুসারে বিক্রি হয়। এসব তথ্য ল্যাপটপের নিচে একটি লেবেলে বা যদি ব্যাটারিটি খুলে দেখা যায়, তবে সেখানে থাকে। সঠিক ব্যাটারি নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো সঠিক পার্ট নম্বর মেলানো।