বেশির ভাগ নারী স্ট্রোককে খুব একটা গুরুত্বসহকারে নেন না। তারা মনে করেন স্ট্রোক শুধু পুরুষ মানুষকেই প্রভাবিত করে। বাস্তবে নারীদের মৃত্যুর পঞ্চম কারণ এটি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, ৫৫-৭৫ বছর বয়সী প্রতি পাঁচজনের একজন নারী স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।
প্রতি বছর স্তন ক্যান্সারের তুলনায় স্ট্রোকের কারণে প্রায় দ্বিগুণ সংখ্যক নারী মারা যায়। স্ট্রোক করার পর প্রায় ৬০ শতাংশ নারী মারা যান।