সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে চোখ রাখলে বরাবরের মতোই মনে হয়, এ দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। বাক্স্বাধীনতার এ এক স্বর্গরাজ্য যেন। যে যার মতো কথার তুবড়ি ছোটাচ্ছেন। কেউ অন্তর্বর্তী সরকারকে এক তুড়িতে ফেলে দিচ্ছেন, কেউ শেখ হাসিনাকে নিমেষে দেশে ফিরিয়ে এনে বিচার করে ফেলছেন, কেউ বিএনপির কর্মীদের চাঁদাবাজি নিয়ে মন্তব্য করছেন, কেউ অতি দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য সরকারকে চাপ দিচ্ছেন—এ রকম হাজারো বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ঝালাপালা হয়ে আছে। এর মধ্যে কিছু থাকছে বস্তুনিষ্ঠ খবর ও তার মূল্যায়ন, কিছু থাকছে নিতান্তই গুজবের ওপর দাঁড় করানো বিষয়বস্তু। ইউটিউবে অনেকেই এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে জনপ্রিয় হয়ে উঠছেন।
যেকোনো আলাপই এখন হয়ে গেছে রাজনীতিকেন্দ্রিক। পাড়া-মহল্লায় আড্ডায় এখন সিনেমা নেই, খেলাধুলা নেই, গান নেই, আছে শুধু রাজনীতি। এবং মজার ব্যাপার হলো, প্রত্যেক বক্তাই এমন দৃঢ়তার সঙ্গে তার মত প্রকাশ করেন, তাতে মনে হয় এটাই বুঝি একমাত্র সত্য। কোথা থেকে তিনি তথ্য জোগাড় করেছেন, সেটা ঊহ্য থাকে। কিন্তু তথ্যের উৎস থাকুক আর না-ই থাকুক, তার কথাগুলো হিমালয়ের মতো শক্তি নিয়ে দাঁড়িয়ে যায়।