‘খেলা ভাঙার খেলা খেলবি আয়’—রবীন্দ্রনাথের গানের বাণী। কী বলতে চেয়েছিলেন তিনি? খেলা ভেঙে দেওয়ার খেলা, খেলার ডাক, না খেলা ভাঙা রোধের খেলা? সে জানি না, তবে ভাঙাভাঙি বেশ ভালোই চলছে। না, ভাববেন না আমি খালি মূর্তি ভাঙার গল্প বলছি। ওটা এখন গা-সওয়া ব্যাপার। সামাজিক মিডিয়ায় কারা যেন উপদেশ দিচ্ছেন সামনের বার থেকে দুই সেট করে প্রতিমা বানাতে। এক সেট যখন ভাঙবেই নিশ্চিত, বাকি সেট দিয়ে পূজা হবে! মন্দ না আইডিয়াটা। এই ভাঙার পাশাপাশি চলছে আরও অনেক ভাঙাভাঙি।
মন ভাঙার কথাই বলি। আমাদের এই সিডনি বা অস্ট্রেলিয়ায় ক্রিকেট দারুণ জনপ্রিয় খেলা। এই খেলা, মানে ক্রিকেট ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষের জন্য কবে যে নম্বর ওয়ান হয়ে যাবে বলা যায় না। এই নম্বর ওয়ান হওয়ার খেলাটিতে বাংলাদেশের ১১ জনের নামই সাকিব আল হাসান। কেন বললাম? অনেক সাদা-কালো মানুষকে বলতে শুনেছি—সাকিবরা খেলছে বা খেলবে। সাকিব এখন হত্যা মামলার আসামি। যেনতেন না, গুরুতর অপরাধ। যে কারণে তাঁর নিজ দেশের ক্রিকেট বোর্ডও তাঁকে নিরাপত্তা দিতে পারবে না বলে দিয়েছে। এই সাকিব আল হাসান উপমহাদেশে জনপ্রিয় ক্রিকেটার হলেও তাঁকে এখন আমেরিকায় যেতে হয়েছে। আর কবে কখন খেলবে কে জানে! এ কারণে মন ভাঙা বাঙালির সংখ্যা কম নয়।