রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে এলাকায় আক্রান্ত হচ্ছেন। তবে বেশিরভাগ রোগী ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন। গেল সাত দিনে রাজশাহী বিভাগের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোগী বেশি ভর্তি হয়েছেন। আর উপজেলার মধ্যে চারঘাটের রোগী বেশি দেখা যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, এ বছর স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা বেশি। বিগত বছরগুলোতে আক্রান্ত রোগীদের ভ্রমণের রেকর্ড ছিল। কিন্তু এ বছর নেই। তাতে ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ১৩ অক্টোবর পর্যন্ত রামেক হাসপাতালে ৩৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪৩ জন রোগী স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। তবে এ বছর রাজশাহী নগরের তুলনায় উপজেলাগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের গেল সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার রোগী ১৫ জন ও চারঘাট উপজেলা থেকে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলায় চারঘাটে ডেঙ্গু রোগীর সখ্যা বেশি। গত বছরও রাজশাহী জেলায় চারঘাট ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিতি পায়। এই উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ও ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল।