কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চের ‘বিজয়া সম্মেলন’ ও বড় সমাগমের মধ্যদিয়ে সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
রোববার দুপুর ২টা থেকে মঞ্চে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়।
এ সময় কক্সবাজার জেলা ও আশপাশের এলাকার মণ্ডপ থেকে থেকে প্রতিমাগুলো ট্রাকেযোগে আসতে শুরু করে প্রতিমা।
সেইসঙ্গে পর্যটক, পূজারি ও স্থানীয়রা সৈকতে ভিড় করতে শুরু করেন।
বিকাল সাড়ে ৩টার আগে কক্সবাজার সমুদ্রসৈকতে নামে জনস্রোত।
পরে বিজয়া সম্মেলনের উন্মুক্ত মঞ্চে বক্তব্য, ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাগরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- দুর্গাপূজার।
এর আগে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চ ঘিরে বালিয়াড়িতে প্রতিমাগুলো সারি বেঁধে রাখা হয়। আর জনস্রোত মিশে যায় সৈকতের উত্তরের শৈবাল, কবিতাচত্বর পয়েন্ট আর উত্তরের সি গাল, সুগন্ধা থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত।