বিভিন্ন রাজনৈতিক দল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিকল্প বাস্তবতার বিভিন্ন এমন আবেগি কনটেন্ট বানাচ্ছে, যেগুলো মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার পাশাপাশি ভীতিকর প্রেক্ষাপট নিয়েও ভয় দেখায়। তবে, তা কীভাবে মানুষকে প্রভাবিত করে, সেটাই বড় প্রশ্ন।
সম্প্রতি এক ভিডিও’তে দেখা গেছে, সাদা শার্ট পরা নীল চোখ ও সাদা চুলের এক ব্যক্তি ব্যালট পেপার চেক করছেন। একই ভিডিও’র অন্য দৃশ্যে নেকাব পরা একদল নারীকে রাস্তা দিয়ে হাটতে দেখা গেছে।
পূর্ব জার্মানির অঙ্গরাজ্য ব্রান্ডেনবার্গে আসন্ন নির্বাচনের আগে এ ভিডিও’টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেছে দেশটির ডানপন্থী দল ‘এএফডি’। এমনই আরেক ভিডিও’র ভিউ ছিল প্রায় নয় লাখের কাছাকাছি।