ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৩

ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েল হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলকে লক্ষ্যে করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতেই তেল আবিবের এই সম্ভাব্য প্রতিশোধের কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি। 


গতকাল শনিবার মার্কিন বিশেষ কয়েকজন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমটি।


এই খবরের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হামাস ও লেবাননের বিরুদ্ধে গত এক বছর যাবৎ সংঘর্ষে লিপ্ত রয়েছে ইসরায়েল। গত মাসে লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। তখন ইসরায়েলের হামলায় ইরানের রেজ্যুলেশনের গার্ড কর্পসের কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন। যার প্রতিশোধ নিতে ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। এরপর থেকেই পাল্টা প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us