‘ঐতিহাসিক’ হারের পর বাবর-শাহিনসহ চারজনকে ছাঁটাই করল পাকিস্তান

যুগান্তর প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৮:১১

মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে একগাদা বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছিল পাকিস্তান। ঐতিহাসিক সে হারে দেশটির ক্রিকেটের ভিত নড়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) ঘোষিত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডের দিকে তাকালে সেটাই প্রতীয়মান হয়।


বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং সরফরাজ আহমেদের মতো চার শীর্ষ ক্রিকেটারকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর বাদ পড়বেন, এমন আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। আর ডেঙ্গু জ্বরের কারণে দলে নেই স্পিনার আবরার আহমেদ।


পরিচিত মুখদের বাদ দিয়ে তিনজন অনভিষিক্ত ক্রিকেটারকে দলে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নির্বাচক কমিটি। নবাগত এই ক্রিকেটাররা হলেন-হাসিবউল্লাহ, মেহরান মুমতাজ এবং কামরান গোলাম। এছাড়া পেসার মোহাম্মদ আলী এবং অফ-স্পিনার সাজিদ খানকেও ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের দলে রাখা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us