চোখের নিমেষে কেটে গেল পাঁচটা দিন। আবার একটা বছরের প্রতীক্ষা। মা আসবেন ফের বছর ঘুরে। দেবী দুর্গার বিদায়বেলায় চোখে জল সকলের। মায়ের বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন বাঙালি মেয়েরা। একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে, গালে সিঁদুর লাগিয়ে শুরু হয় বিজয় দশমীর উৎসব। তবে সিঁদুর খেলার একটা উত্তেজনা, আলাদা আনন্দ যেমন রয়েছে, তবে বাজারচলতি সিঁদুর গালে লাগানোর আগে সতর্ক থাকা জরুরি। বাজারচলতি সিঁদুরে নানা রকম ক্ষতিকর উপাদান থাকে। সিনথেটিক রং, সীসা, মারকিউরি সালফাইট, রো়ডিয়াম বি ডাইয়ের মতো বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সিঁদুরে। সেগুলি ত্বকে বসে গেলে মুখে র্যাশ বেরোতে পারে। তা ছা়ড়া ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। সিঁদুর খেলায় মেতে ওঠার আগে কী ভাবে যত্ন নেবেন ত্বকের?
১) সিঁদুর খেলতে যাওয়ার আগেই ত্বকের কিছু যত্ন নেওয়া জরুরি। যাতে খেলার পর মুখ থেকে সিঁদুর তোলা সহজ হয়। সবচেয়ে ভাল হয় যদি মুখে ভাল করে ময়েশ্চারাইজ়ার মেখে নেন। তা হলে সিঁদুর তোলাও অনেক সহজ হবে। র্যাশ বেরোনোর ভয়ও অনেক কম হবে।
২) দশমীতে সিঁদুর খেলার জন্য ভেষজ সিঁদুর বেছে নিন। এ ধরনের সিঁদুর প্রাকৃতিক নানা উপকরণ দিয়ে তৈরি। ভেষজ সিঁদুর নিয়ে খেললে পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় নেই।