অক্টোবর মাসে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন পৃথিবীবাসী। রাতের আকাশে দেখা যাবে একটি ধূমকেতুকে, যেটি কিনা শেষবার দেখা গিয়েছিল নীয়ান্ডারথালদের সময়।
নতুন আবিষ্কৃত এই ধূমকেতুটির নাম সি/২০২৩ এ৩ (সুচিনশান–অ্যাটলাস)। শনিবার (১২ অক্টোবর) পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসতে যাচ্ছে এটি। আকাশপ্রেমীরা এই বিরল দৃশ্যটি হয়তো মিস করতে চাইবেন না, কারণ এটিকে আবার আকাশে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও ৮০ হাজার বছর!
ধূমকেতু সি/২০২৩ এ৩ গত ২৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে (পেরিহেলিয়ন) পৌঁছেছিল এবং সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে দক্ষিণ গোলার্ধের মানুষদের জন্য দৃশ্যমান ছিল। বর্তমানে এটি সূর্য থেকে দূরে সরে যাচ্ছে এবং উত্তর গোলার্ধের মানুষ এটি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরু পর্যন্ত দেখতে পাবেন বলে জানিয়েছে নাসা।