বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। তার হাত ধরে গড়ে উঠেছে নাট্যকেন্দ্র। এই নাটকেন্দ্র জন্ম দিয়েছে অনেক অভিনেতার। এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, জাহিদ হাসানসহ অনেকেরই আঁতুড়ঘর নাট্যকেন্দ্র।
১৯৯০ সালে গড়ে ওঠে এই দল। তারিখটি ছিল ১১ অক্টোবর। সেই দিনটি ঘিরে স্মৃতিকাতর হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। ফেসবুকে লিখেছেন একটি পোস্ট।
তিনি লেখেন, ‘১১ই অক্টোবর। খুব আবেগের একটা তারিখ, এখনো। খুব স্মৃতিময় একটা তারিখ। নাট্যকেন্দ্রর জন্মদিন।
১৯৯০। এরশাদবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ১০ অক্টোবর পুলিশের গুলিতে নিহত হয়েছেন জেহাদ। ১১ অক্টোবর অর্ধদিবস হরতাল। অথচ আমরা অনেক আগেই ওই দিনটাই নির্ধারণ করে বসে আছি।