ভারতের মহারাষ্ট্র রাজ্যর সরকার মাদরাসাশিক্ষকদের বেতন প্রায় তিন গুণ বাড়াতে যাচ্ছে। ভোটের আগে সংখ্যালঘুদের কাছে টানতেই এ উদ্যোগ নিয়েছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার। মাদরাসাশিক্ষকদের তিন গুণ বেতন বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণও। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
এ বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন সামাজিক প্রকল্পে সংখ্যালঘুদের খুশি রাখতে নানা উদ্যোগ নিচ্ছে একনাথ শিন্ডের সরকার। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এনডিএ জোট সরকার গঠন করলেও এ রাজ্য ভালো ফল করতে পারেনি। জনসমর্থন কমেছে। এমন পরিস্থিতিতে হিন্দু ভোটারদের কাছে টানতে দেশি গরুকে ‘রাজ্য মাতা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এ রাজ্য। এরপর ভোটকে সামনে রেখে না না উদ্যোগের মধ্য এবার মুসলিম ভোটারদের মন পেতে মাদরাসাশিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিল শিন্ডে সরকার।