গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এরপরও কমেছে মূল্যসূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের বেড়েছে। এই দাম বাড়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে অগ্নি সিস্টেম। সপ্তাজুড়ে দাম বাড়ায় চার দিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে প্রায় ৫৬ কোটি টাকা বেড়ে গেছে।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এমন বাজারে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে আগ্রহের শীর্ষে চলে আসে অগ্নি সিস্টেমের শেয়ার। ফলে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।