শক্তিরূপেণ সংস্থিতা

ঢাকা পোষ্ট ইমতিয়াজ মাহমুদ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৫

নারীবাদীদের মধ্যে একদল আছেন ইকোফেমিনিস্ট—এই ধরনের নারীবাদকে ইকোফেমিনিজম নামেই চিহ্নিত করা হয়। ইকোফেমিনিস্টরা নারী ও প্রকৃতির মধ্যে একধরনের সম্পর্ক দেখেন—নারী ও প্রকৃতির মধ্যে অনেকটা সমান্তরাল তুলনা। সর্বংসহা প্রকৃতি ও নারী উভয়ই সৃষ্টি করে, সহ্য করে সব কষ্ট, অত্যাচার, নির্যাতন, তবুও সৃষ্টি করে, সৃষ্টিকে রক্ষা করে মানুষকে রক্ষা করে।


ওদের কথা হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা, পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য নারী ও প্রকৃতি উভয়রই প্রাপ্য মর্যাদা দিতে হবে, রক্ষা করতে হবে যত্ন করতে হবে এবং নারী ও প্রকৃতি উভয়ের ভূমিকা ও শক্তিকে সম্মান করতে হবে।


আমাদের দেশে যখন শরৎ কাল আসে, বাতাসে ভাসতে থাকে দেবী দুর্গার আগমনী সুর, বাঙালি মেতে ওঠে মায়ের আগমন উদযাপন করবে বলে তখন আমার কেবল মনে হয় ইকোফেমিনিজমের উৎপত্তি পশ্চিমে হলেও বাংলায় যেন এই মতবাদের মূল সুরটি আবহমান কাল থেকেই আছে হিমালয়দুহিতা দুর্গারূপের একজন নারীকে পূজা করার মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us