নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মিডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, যদি তারা পরিস্থিতি বোঝে। ১৬ বছর তো সেলফ সেন্সরশিপ ছিল। তখন ক্রিয়েটিভ জার্নালিজম হয়নি, অবজেক্টিভ জার্নালিজম হয়নি। এখন তাহলে গণমাধ্যম কী করছে?
শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বিপ্লবোত্তর বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ও গণআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভা আয়োজন করে দ্য ভয়েস অব টাইমস।
মাহমুদুর রহমান মান্না বলেন, এখন বলছে নির্বাচন হবে, সেটা কীভাবে হবে এখনো দৃশ্যমান নয়। সংস্কারের ঢেউ চলছে, অথচ সেটা কেউ গভীরে চিন্তা করছে না। জনগনের আকাঙ্ক্ষা গণমাধ্যমকে বুঝতে হবে। মিডিয়া কেন ডিজিএফআই কন্ট্রোল করবে। আমাদের মিডিয়াকে কেন তাদের কথা শুনতে হবে! এসব বিষয় সংস্কার জরুরি।