প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে কোনো ধর্মই অনুমতি দেয় না। অথচ সমাজের একটি বৃহৎ শ্রেণি এমন রয়েছেন যারা ছোটখাট বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়াবিবাদে জড়িয়ে যায় আর সমাজে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। কখনো কখনো এই ঝগড়াবিবাদ আবার হত্যা পর্যন্ত গড়ায়।
শুধু তাই না, বর্তমান প্রায় দেখা যায় সামান্য বিষয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে তা রক্তপাত এবং পরস্পরের বাড়িঘরও জ্বালিয়ে ধ্বংস করে দেয়ার ঘটনাও ঘটছে। অনেকে হয়ত জানেও না যে কি কারণে তারা এমন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে।