দেড় বছরের বেশি সময় ধরে কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলের অসুস্থতার কারণে তাঁর সেখানে থাকা। এবারের পূজাও সেখানেই করছেন। কথায়–কথায় জানালেন, পূজা এলেই তাঁর মনে পড়ে ছেলেবেলার কথা। দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।
বড় আয়োজনে সেখানে পূজা হতো। তিনি বলেন, ‘পূজার যত আনন্দ এক জীবনে পেয়েছি, সবই ছেলেবেলায়। ওই সময় আর আসবে না। এই দিনগুলো কেটেছে গ্রামে। পূজা এলেই মায়ের শাড়ি ও অন্যদের শাড়ি দিয়ে প্যান্ডেল বানানো হতো। ১৫ দিন আগে থেকে উৎসব উৎসব আমেজ ছিল। পূজার সময়ে আমাদের ওখানে রাউজান থেকে একজন ঢুলি আসতেন। এখনো চোখে ভাসে তাঁর ঢোল বাজানোর দৃশ্য।’ কয়েক বছর আগে পৃথিবীর মায়া কাটান বিশ্বজিতের মা। তিনি বলেন, ‘ছেলেবেলায় পূজায় পাচন রান্না করতেন মা। সেই পাচনের স্বাদ এখনো মুখে লেগে আছে। আরও কত–কী রান্না করতেন! তাই পূজা এলে মাকে ছাড়া খারাপ লাগে।’