‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্পে পরিবর্তন আসছে। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে কেন্দ্র করে কারা জাদুঘর সাজানোর যেই প্রকল্প সাজিয়েছিল, সেখানে পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, কারা জাদুঘরে ব্যক্তির স্মৃতি সংরক্ষণ কমিয়ে গুরুত্ব পাবে ঢাকার সংস্কৃতি-ঐতিহ্যসহ ৪০০ বছরের ইতিহাস।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি পর্যালোচনা করে ব্যয় কমিয়ে প্রস্তাব দিতে বলা হয়। জাদুঘরসহ অন্যান্য বিষয়গুলো ব্যক্তি বা নামকেন্দ্রিক না হয়ে কীভাবে সার্বিক করা যায়, তা নিয়ে ভাবা হচ্ছে। তাই প্রকল্পের কাজ আপাতত বন্ধ আছে।