১৮ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'কমপ্লিট শাটডাউন' বাস্তবায়নে ধানমন্ডি-২৭ অবরুদ্ধ করে রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষ।
ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের বাধার মুখে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে সড়কটি পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। অনেকে নিহত হন, আহত হন কয়েকশ মানুষ। কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার সাহস পাননি অনেকে।
হাসপাতালগুলোর সামনে মোতায়েন করা ছিল পুলিশ। গ্রেপ্তার করা হতে পারে আন্দোলনে আহতদের। ধানমন্ডি-২৭ এর কাছাকাছি অবস্থানে থাকা ইবনে সিনা ও সিটির মতো হাসপাতালগুলোতে আহত মানুষের চাপ। কারণ, কিছু কিছু হাসপাতাল রাজনৈতিক চাপ উপেক্ষা করতে চেয়েছিল, কেউ কেউ অতিরিক্ত টাকা নিয়েছে, কেউবা আহতদের ফিরিয়ে দিয়েছে।