কাজের মধ্যে ক্লান্ত বোধ আর সারাক্ষণ ক্লান্তি বোধ করা এক বিষয় নয়।
নানান ধরনের শারীরিক জটিলতার কারণে যেমন ক্লান্তি বোধ হতে পারে, আবার কোনো কারণ নাও থাকতে পারে। আর এই প্রশ্নের উত্তর চিকিৎসক পরীক্ষার মাধ্যমে নিশ্চত হতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে সেটা কতদিন পর ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত?
এই বিষয়ে মার্কিন চিকিৎসক ও হার্ভার্ড মেন্স হেল্থ ওয়াচ’য়ের প্রধান হাওয়ার্ড লেওয়াইন বলেন, “বেশিরভাগ মানুষই বুঝতে পারেন, ক্লান্তির বিষয়টা কখন বিপজ্জনক পর্যায়ে যায়। তবে সাধারণভাবে বলা যায় দুয়েক সপ্তাহের মধ্যে ক্লান্তিবোধ না গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”