অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আর জি কর হাসপাতালের নবীন চিকিৎসকদের

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ২০:০১

কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আমরণ অনশনরত নবীন চিকিৎসকদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে স্বাস্থ্য ভবনে সরকারের মুখ্য সচিব মনোজ পাণ্ডের ডাকে এ বৈঠক হয়। বৈঠক শেষে এই চিকিৎসকেরা সরকারের মৌখিক আশ্বাস না মেনে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


জুনিয়র চিকিৎসকেরা বৈঠক শেষে বের হয়ে বলেন, বৈঠক সফল হয়নি। কেবল মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাস তাঁরা মানেন না। তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন। কারণ, বৈঠকে সমস্যা সমাধানের বিষয়ে সরকারের অবস্থান ছিল অনমনীয়। সেখানে নতুন কিছু বলা হয়নি। সরকার ১০ দফা দাবির পক্ষে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্য সরকার পুলিশকে দিয়ে আন্দোলন রুখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।


কলকাতার ধর্মতলায় বুধবার ষষ্ঠ দিনের মতো ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন হয়। গত শনিবার রাত সাড়ে আটটা থেকে সাতজন চিকিৎসক এ অনশন শুরু করেন। গতকাল অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিনিয়র চিকিৎসকদের গণ–ইস্তফাও অব্যাহত আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us