ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অনুপ্রবেশের পর ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গত দুই মাসে এসব বাংলাদেশি আসামে অনুপ্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ‘সাম্প্রতিক অস্থিরতার’ কারণে আসামে আর্মড ফোর্স (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা এএফএসপিএ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সশস্ত্র বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বিগত ২ মাসে (আগস্ট-সেপ্টেম্বর) ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে আসাম পুলিশ এই ১২৮ জন অনুপ্রবেশকারীকে সীমান্তের ওপারে ফেরত দিয়েছে। গতকাল বুধবার বিকেলে নিম্নলিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে—বাবুল হোসেন ও সাকিব মিয়া।’