দক্ষিণ এশিয়ায় প্রত্যাশিত প্রবৃদ্ধি হলেও বাড়েনি নারীর কর্মসংস্থান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১৯:৪৫

চলতি বছর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। এর মাধ্যমে এই অঞ্চল অর্থনীতির দিক থেকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চলে পরিণত হওয়ার ধারা বজায় রাখবে।


সাধারণত প্রবৃদ্ধি বাড়লে কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। তবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় থাকলেও এ অঞ্চলের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়েনি। বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নারীর কর্মসংস্থান বৃদ্ধি জরুরি।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর ২০২৪: উইমেন, জবস অ্যান্ড গ্রোথ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বিশ্বব্যাংক।


সংস্থাটি জানায়, সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। চলতি বছরে এই অঞ্চলে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ, যা তাদের আগে করা পূর্বাভাসের চেয়ে বেশি। এর ফলে এই অঞ্চল অর্থনীতির দিকে থেকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চলে পরিণত হওয়ার ধারা বজায় রাখবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us