ওলি পোপ ছাড়া হ্যারি ব্রুককে কেউ থামাতে পারবেন বলে মনে হচ্ছিল না। ইংল্যান্ড অধিনায়ক পোপের ইনিংস ঘোষণাই হয়তো ব্রুকের ইনিংস থামাতে পারছেন। তবে শেষ পর্যন্ত ব্রুক নিজেই থামলেন। মুলতানে তাঁর আগে উপহার দিলেন ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস।
ক্যারিয়ারে এটিই ব্রুকের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।