‘অলস’ ব্যক্তিদের গড় আইকিউ শারীরিকভাবে সক্রিয়দের চেয়ে বেশি।
এক গবেষণায় সম্প্রতি দেখা গেছে, যাঁরা শুয়ে, বসে অলস সময় কাটাতে ভালোবাসেন, উচ্চ বুদ্ধিমত্তার সঙ্গে তাঁদের গভীর যোগ রয়েছে। তাঁরা সহজে ‘বোর’ হন না। তাই ‘উত্তেজনা’র খোঁজে নানা ধরনের কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রাখার প্রয়োজন তাঁদের পড়ে না। বরং নিরিবিলি চিন্তা করে সময় কাটাতে ভালোবাসেন। মস্তিষ্ককে বেশি ব্যবহার করেন। শুয়ে, বসে অলস সময় কাটানোর মধ্য দিয়ে তাঁরা মূলত বিভিন্ন সমস্যার সমাধান ভাবতে পছন্দ করেন।