যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি তাঁর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস বলেছে, গতকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এমন সমর্থন জানিয়েছেন।
গাজা উপত্যকা ও লেবাননে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে গতকাল বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপ হয়। তাঁরা দুজন ৩০ মিনিট ধরে কথা বলেছেন। গত আগস্ট থেকে এটি দুই নেতার মধ্যে প্রথম কোনো ঘোষিত আলোচনা।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ফোনালাপে যুক্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের স্থলাভিষিক্ত হতে আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলা।