অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বদলি ও পদায়ন নিয়ে একধরনের অস্থিরতা চলছে। কখন কোথায় বদলি করা হবে, এ নিয়ে আতঙ্কে আছেন কর্মকর্তারা। এ অবস্থায় সরকারের চারজন উপদেষ্টা তাঁদের মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নের আগে তাঁদের সম্মতি নিতে বলেছেন। ফলে ওই সব সরকারি দপ্তরে কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
সম্মতি ছাড়া কর্মকর্তাদের বদলি ও পদায়ন করতে নিষেধ করার বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করা হলে এক উপদেষ্টা জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আরেক উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, এই মাসের শেষের দিকে তিনি এ বিষয়ে কথা বলবেন। অন্য দুই উপদেষ্টা বিষয়টি স্বীকার করেননি।
বদলি-পদায়নে সম্মতি নেওয়ার কথা জানানো চার উপদেষ্টার হাতে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন স্থানীয় সরকার এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ। তিনি তাঁর সম্মতি ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি-পদায়ন না করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।