নতুন শহরে বসবাস শুরুর আগে নিজেকে ৬টি প্রশ্ন করুন

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ২২:৪৬

নতুন কোনো শহরে বসবাসের জন্য নিজের পরিচিত এলাকা ছেড়ে চলে যেতে চান? যাওয়ার আগে নিজের কাছে কিছু প্রশ্নের উত্তর থাকা জরুরি। তাহলে যাওয়ার পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে।


১. আপনি কেন অন্য ঠিকানায় চলে যেতে চান?


আসলে আপনি কী পেতে চাইছেন? আপনি কি পরিবারের আরেকটু কাছে যাওয়ার পথ খুঁজছেন? নাকি আরও ভালো আবহাওয়া ও পরিবেশের আকাঙ্ক্ষায় এই পরিবর্তন আনছেন। কোনটা আপনার জীবনে অগ্রাধিকার পাবে, সেটি সম্পর্কে পরিষ্কার হোন।


২. বর্তমানে যেখানে আছেন, সেখানকার কোন জিনিসগুলো আপনি ছেড়ে থাকতে পারেন না?


দীর্ঘদিনের অভ্যস্ততায় অনেক কিছুর ওপর মায়া পড়ে যায়। অনেক সময় কিছু জিনিস বা অনুভূতির ওপর এমন মায়া জন্মে যায় যে সেটা ছেড়ে থাকা যায় না। মনে হয়, এগুলো ছাড়া বেঁচে থাকা কঠিন। আপনি যখন একটি নতুন এলাকায় পাকাপাকি চলে যাওয়ার কথা ভাববেন, সেই সময় থেকেই আপনার পছন্দের বিষয়গুলোর মায়াও ত্যাগ করার জন্য মানসিক শক্তি দরকার হবে। আপনার নতুন থাকার জায়গা এই শূন্যতা পূরণে সক্ষম কি না, নিশ্চিত হতে চেষ্টা করুন।


৩. আপনি কেমন ধরনের জীবন যাপন করতে চাইছেন?


প্রাত্যহিক জীবনে এখন যে কাজগুলো আপনাকে আনন্দ দেয়, নতুন বাসায়ও তা একইভাবে করতে পারবেন তো? ভেবে দেখুন। আপনার বর্তমান জীবনযাপনের সঙ্গে নতুন জায়গার একটা তুলনা জরুরি। অনেক সময় নতুন জায়গাটিতে যাওয়ার পর আফসোসে পুড়তে থাকেন কেউ কেউ। এটা নাই, সেটা নাই বলে মন খারাপ হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us