বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর বাড়িতেই বসেছিল তাদের বিয়ের আসর। পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ছিমছাম ভাবেই বিয়ে সেরেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
তবে বিয়ে বা প্রেমের আগে থেকেই রণবীরের জন্য পাগল ছিলেন আলিয়া। একাধিকবার রণবীরের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন আলিয়া। এক সাক্ষাৎকারে এটাও বলেছিলেন, প্রাপ্তবয়স্ক হলে রণবীর কাপুরকে বিয়ে করব। আলিয়ার খুব করে চাওয়ায় হয়তো সৃষ্টিকর্তা তার ইচ্ছেটা পূরণ করেছেন।
কিন্তু যে আলিয়ার রণবীরে এত মুগ্ধতা, সেই তিনি নাকি রণবীর ছাড়া আরও চার জনের প্রেমে বুঁদ হয়েছিলেন। সেই তালিকা প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।